
নাটোরের বাগাতিপাড়ায় টিনের আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্রমীকের মৃত্যু

ইসাহাক আলী, নাটোর, ২৭ মে- নাটোরের বাগাতিপাড়ায় টিনসেড ঘরের চালে উঠে আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাজেদ আলী (৫৫) নামের একজন শ্রমীকের মৃত্যু হয়েছে। নিহত মাজেদ আলী একই উপজেলার একডালা গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।
আজ বেলা সাড়ে এগারটার দিকে উপজেলার জিগরী বাজারে এ ঘটনাঘটে। ইউপি চেয়ারম্যান নয়েজ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, ক্ষিদ্র মালঞ্চি গ্রামের ইব্রাহীম হোসেনের গাছের আম নামাতে আসেন মাজেদ আলী। টিনসেড দোকান ঘরের পাশেই আম গাছ ও বিদ্যুতের লাইন। ওই শ্রমীক কাঁচা বাশ দিয়ে আম নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে টিনের চালেই পড়ে থাকে । পরে তাকে মৃত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে।
১ বার ভিউ হয়েছে