ইসাহাক আলী, নাটোর, ৩০ জুলাই- আগামীকাল নাটোরের বাগাতিপাড়া উপজেলাকে ভূমিহীন ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে তৃতীয় ধাপের দ্বিতীয় দফায় নাটোরে ৫৭০ টি ঘর হস্তান্তর করা হবে যা নিয়ে জেলায় মোট ঘরের সংখ্যা দাড়ালো ৩৫০৩ টিতে। তৃতীয় দফায় জেলায় ১৫৬৪ টি ঘর নির্মাণ করা হয়েছে যার মধ্যে গত ২৬ এপ্রিল ৯৯৪টি ঘর হস্তান্তর করা হয়। এর আগে প্রথম পর্যায়ে ৫৫৮টি ও দ্বিতীয় পর্যায়ে ১৩৮১টি ঘর সম্পন্ন হয়েছে নাটোরে।
দুপুরে নাটোরের জেলা প্রশাসক শামিম আহমেদ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই তথ্য জানান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আশরাফুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাদিম সারোয়ার সহ সরকারী কর্মকর্তা ও গণমাধ্যম কর্মিরা।
এ সময় জেলা প্রশাসক আরো জানান , জেলায় এ পর্যন্ত ৪ হাজার ৫১১ টি পরিবারকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে ঘর না পাওয়া বাকী ৮১৮টি ঘর দ্রুত বরাদ্দ পাওয়া সাপেক্ষে নির্মাণ সম্পন্ন করা হবে। এছাড়া জেলার বাগাতিপাড়া উপজেলায় কোন গৃহহীনের আবেদন না পাওয়ায় আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী উপজেলাটিকে ভূমিহীন ও গৃহহীন হিসা্বে ঘোষণা করবেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.