ইসাহাক আলী, নাটোর, ২৫ মে- নাটোরের গুরুদাসপুরে আব্দুর রহিম নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আব্দুর রহিম নাজিরপুর নতুন পাড়া এলাকার সোনা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতরাতে বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলেও আব্দুর রহিম বাড়ি ফিরছিল না। তাই পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। এরই এক পর্যায়ে রাত্রি সাড়ে বারোটার দিকে পাশের আবেদ হাজীর ভুট্টাক্ষেতে তার মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় দাগ রয়েছে তাই প্রাথমিক অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মতিন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.