শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

নাটোরের লালপুরে বিদ্যুৎ এর খুঁটি থেকে পড়ে ডিস কর্মীর মৃত্যু

নাটোরের লালপুরে বিদ্যুৎ এর খুঁটি থেকে পড়ে ডিস কর্মীর মৃত্যু

ইসাহাক আলী, নাটোর, ৩১ মে, নাটোরের লালপুরে বিদ্যুৎ এর খুঁটি থেকে পড়ে রাসেল (৩৩) নামের এক ডিস লাইনের কর্মীর মৃত্যু হয়েছে।
গতরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় বলে জানা গেছে। নিহত রাসেল উপজেলার বালিতিতা ইসলামপুর সরকার পাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে। রবিবার দুপুরে ওই গ্রামে একটি বিদ্যুৎ এর খুঁটিতে উঠে ডিস লাইনের তাঁর মেরামত করতে লেগে মাটিতে পড়ে অচেতন হয়ে যায় রাসেল। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় বলে জানা গেছে। #
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS