প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ৭:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২২, ৬:০৪ অপরাহ্ণ
নাটোরের বড়াইগ্রামের গোডাউনের সয়াবিন খোলা বাজারে বিক্রি, দুই দোকানে ১লাখ ১০ হাজার টাকা জরিমানা

ইসাহাক আলী, নাটোর, ১১মে- নাটোরের বড়াইগ্রামের মৌখাড়া বাজারে একটি গােডাউনে অভিযান চালিয়ে ৩ হাজার লিটার সয়াবিন জব্দ করে খোলা বাজারে বিক্রি ও দুইটি দোকানে ১লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার। বুধবার সন্ধ্যার পরে এই অভিযান চালানো হয়।
নাটোর ভোক্তা অধিদপ্তর উপ- পরিচালক মো: মেহেদী হাসান তানভীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রামের মৌখড়া বাজারের নয়ন ডিপার্টমেন্টাল স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে ৩ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। পরে তা খোলা বাজারে বিক্রি করা হয়। এছাড়া ওই দোকানকে ১লাখ টাকা ও আল মামুন স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.