বেশ আগে শাকিব খান অভিনীত ‘মেন্টাল’ সিনেমায় একজন গায়িকা চরিত্রে অভিনয় করেন সংগীতশিল্পী পড়শী। এরপর একটি টিভি নাটকে ছোট একটি চরিত্রে অভিনয় করেন। ঈদুল ফিতর উপলক্ষে ফের ‘মারিয়া ওয়ান পিস’ শিরোনামে একটি নাটকে নায়িকা চরিত্রে দেখা যাবে তাকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাজিন আহমেদ।
এ নাটকে অভিনয়ের বিষয়ে পড়শী বলেনÑ‘আমি আসলে গানের মানুষ, গান গাইতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। হঠাৎ করেই আরটিভির আশিক স্যার আমাকে কাজটি করতে বলেন। আমি রাজি ছিলাম না। কারণ আমার অভিনয়ের অভ্যাস নেই। তাও আবার শুটিং ছিল শর্ট নোটিশে। কিন্তু স্যার ছাড়লেন না, তাই করে ফেললাম।
পড়শীর অভিনয়ে মুগ্ধ নাটকটির নির্মাতা সাজিন আহমেদ। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেনÑ‘জনপ্রিয় সংগীতশিল্পী এই প্রথম নাটকে অভিনয় করলেন। পড়শী যেহেতু গানের মানুষ একটু টেনশন কাজ করছিল। ভয়ে ভয়ে প্রথম শটটা নিলাম। ওমা আমি তো আকাশ থেকে পড়লাম! এত জন্মগত অভিনেত্রী।
সে যেন অভিনয়শিল্পী হয়েই জন্মগ্রহণ করেছে। জাস্ট উড়িয়ে দিয়েছে পড়শী। তোমার অভিনয়ে আমি মুগ্ধ পড়শী।’ নাটকটিতে পড়শীর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ঋষি কৌশিক। এ ছাড়া অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, মম শিউলি, সামিয়া নাহি, তানহা তাবাসউম ও মধু তালুকদার। ঈদুল ফিতরে নাটকটি আরটিভিতে প্রচার হবে বলেও জানিয়েছেন পরিচালক।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.