শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

নাচোলে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

নাচোলে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

মোঃ ইব্রাহীম, নাচোল (চাঁপাইনবাগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠির প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টার সময় মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জন্য শিক্ষা খাতের বরাদ্দকৃত অর্থায়নে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ’র সভাপতিত্বে প্রাথমিক পর্যায়ের ১৫জন ও মাধ্যমিক পর্যায়ের ১৫জন ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠির শিক্ষার্থীর মাঝে ৩০টি বাইসাইকেল বিতরণ করা হয়। এসময় সহকারী কমিশনার(ভূমি) মিথিলা দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম.হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার, সহকারী শিক্ষা অফিসার সরকার মোঃ রিয়াজুল ইসলাম, আব্দুল মান্নান ও তরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ শিক্ষার্থীদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা সহায়তা প্রকল্পের অর্থায়নে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বরাদ্দকৃত সাইকেলে চড়ে স্কুলে যাতায়াতের সময় সাবধানতা অবলম্বনের আহŸান জানান।

৮১ বার ভিউ হয়েছে
0Shares