মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার ;; চাঁপাইনবাবগঞ্জের নাচোল সমাজসেবা কার্যালয়ে গত ২৫ মে ইউনিয়ন সমাজকর্মী শামীমের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার পিতা শামশুদ্ধীন বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিবসহ ৪জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। আদালতে মামলা দয়েরের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জজ কোর্টের আইনজীবি অ্যাডভোকেট আব্দুর রহমান-২।
অ্যাডভোকেট আব্দুর রহমান জানান, গত ২৫ মে নাচোল মাষ্টারপাড়ার শামশুদ্দীনের ছেলে ইউনিয়ন সমাজকর্মী শামীম রেজা(২৯) নাচোল উপজেলা সমাজসেবা কার্যালয়ে রহস্যজনকভাবে খুন হয়। অফিসের জানালার গ্রীলে রশি পেঁচিয়ে গলাই ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে নাচোল থানাপুলিশ। পুলিশ ওইদিন শামীমের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়। ওইদিন সন্ধায় জানাযা শেষে শামীমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়ে শামীমের রহস্যজনক মৃত্যুর ঘটনাটি নাচোলে ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। এরই জেরে নিহত শামীমের পিতা শামশুদ্ধীন বাদী হয়ে আজ মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্র্ট নাচোল, এর বিজ্ঞ বিচারক মোঃ হুমায়ুন কবিরের আদালতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিবসহ চার জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.