মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার- যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে নাচোলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ বুধবার সূর্যদয়ের সাথে সাথে নাচোল সরকারী কলেজ চত্বরে শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলণ ও কবুতর উন্মুক্তের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। মাঠে পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ প্রদর্শন, স্থানীয় মহিলা শিক্ষিকাদের মধ্যে বালিশ খেলা, বীর মুক্তিযোদ্ধাদের, স্থানীয় সাংবাদিকদের ও উপজেলা প্রশাসনের কর্মচারীদের মাঝে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে তাদের মাঝে ঈদউপহার সামগ্রী বিতরণ করা হয়। অপরদিকে এদিন বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাচোল পৌর কার্যালয়ে পৌর আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে স্বাধীনতা ও জাতীয় দিবসের র্যালী শেষে দলীয় কার্যালয়ে প্রধান অতিথি ইয়াহ্ খালেদ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে তাদের মাঝে সম্মাননা পুরস্কার ও ঈদ-উপহার বিতরণ করেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.