মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের নাচোলের মাক্তাপুর কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি, নাচোল শাখার সভাপতি আলহাজ¦ শাহজাহান সিরাজ এবছর হজে¦ গিয়ে গত ১৪ জুলাই বাংলাদেশ সময় রাত ৩টার দিকে হজে¦র আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরবে মারা যান। তার অকাল মৃত্যুতে বাংলাদেশ শিক্ষক সমিতি নাচোল শাখা এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
আজ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদে মিলনায়তনে ভেরেন্ডি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় মাধাবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাশিস নাচোল শাখার সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, বাশিস’র চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি আনোয়ার জাহান, সাধারণ সম্পাদক আসলাম হোসেন, নাচোল শাখার সাধারণ সম্পাদক ও সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, সমিতির সাংগঠনিক সম্পাদক ও সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবাইদুর রহমান।
সভায় অন্যান্যের মাঝে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, মাক্তাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাসান আলী, গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হাসান আলী, রাজবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, হাটবাকইল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ¦ খাইরুল আলম প্রমুখ। বাংলাদেশ শিক্ষক সমিতি নাচোল শাখার পক্ষ থেকে মৃত আলহাজ¦ শাহজাহান সিরাজের পরিবারকে ৩৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। শেষে মৃত শাহজাহান সিরাজের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.