মোঃ ইব্রাহীম, নাচোল (চাঁপাইনবাগঞ্জ) প্রতিনিধি ; চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালক(অনুর্ধ-১৭) এর ফাইনালে নাচোল সদর ইউনিয়ন দল ১-০গোলে চ্যাম্পিয়ন হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শরিফ আহম্মেদের সভাপতিত্বে এবং প্রধান অতিথি জেলা প্রশাসক একেএম. গালিভ খানের উস্থিতিতে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় চারটি ইউনিয়ন ও নাচোল পৌরসভা অংশগ্রহণ করে। ফাইনালে কসবা ও নাচোল ইউনিয়ন উত্তীর্ণ হয়। খেলায় ৩নং নাচোল ইউনিয়ন দল কসবা ইউনিয়ন দলকে ট্রাইব্রেকারে এক শুণ্য গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। মূল খেলায় ১-১ গোলে সমতা আসলে ট্রাইব্রেকারের প্রথমার্ধেও ৩-৩গোলে সমতা আনে। পরে শেষ ট্রাইব্রেকারে নাচোল ইউনিয়ন দল ১-০ গোলে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে প্রধান অতিথি সমাপনি বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক একেএম.গালিভ খান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের ও উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সহকারী কমিশনার (চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়) তৌফিক আজিজ, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদির আহম্মেদ ভুলু ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রকেটসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.