শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

নাচোলে প্রধানমন্ত্রীর জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন

নাচোলে প্রধানমন্ত্রীর জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসনা কর্তৃক ২৬,২২৯টি ভূমিহী-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান উদযাপিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটি মাননীয় প্রধানমন্ত্রী ঢাকার তাঁর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের নির্ধারিত জেলার সাথে যুক্ত হয়ে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতানা পাপিয়া, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

৩৯ বার ভিউ হয়েছে
0Shares