শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

নাচোলে প্রতারক রেজাউল করিম বাবুর বিরুদ্ধে দুরুল হোদার সংবাদ সম্মেলন

নাচোলে প্রতারক রেজাউল করিম বাবুর বিরুদ্ধে দুরুল হোদার সংবাদ সম্মেলন

নাচোল(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ; চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবুর বিরুদ্ধে উপজেলার পূর্ব মির্জাপুর গ্রামের মোঃ পিয়ার আলীর ছেলে মেসার্স নাইম এন্টারপ্রাইজ ও নাইম ট্রেড লিমিটেড’র মালিক দুরুল হোদা এক সংবাদ সম্মেলন করেছেন।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় নাচোল ডাকবাংলোয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দুরুল হোদা বলেন, আমার নিকট ঠিকাদারী কাজের জন্য গত ১২/১১/২০২১ইং তারিখে (২৬,০০০০০)ছাব্বিশ লক্ষ্য টাকা ধার হিসেবে নেয় প্রতারক রেজাউল করিম বাবু। প্রতারক রেজাউল করিম বাবুর নিকট তার পাওনা টাকা চাইলে তিনি তার ব্যবহৃত ০১৭৮৩০০৯২৩১ মোবাইল নম্বর থেকে হটসঅ্যাপে ওই টাকা পরিশোধ করবেন বলে ম্যাসেজ দিয়েছিলেন এবং তার কল রেকর্ড আছে বলে দুরুল গোদার নিকট সংরক্ষিত আছে দাবী করেন।

দীর্ঘদিন থেকে ওই টাকা আদায়ের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন । দুরুল হোদা তার বক্তেব্যে আরও জানান, প্রতারক রেজাউল করিম বাবু তার প্রতারনা আড়াল করার লক্ষে গত ১ মে/২০২২ইং তারিখ তার নামে একটি মনগড়া সংবাদ সম্মেলন করে। তিনি সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করেন তিনি ছাড়া আরও ২০জন ব্যক্তির নিকট থেকে চাকুরী দেয়ার নাম করে ও বিভিন্ন কাজের অজুহাতে এবং ঠিকাদারি কাজ পাইয়ে দেয়ার নামকরে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে রেজাউল করিম বাবু। ফলে ভুক্তভুগীদের মধ্যে অনেকেই আদালতে মামলা করেছেন এবং বাকিরা মামলার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

রেজাউল করিম বাবু প্রথম জীবনে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় একটি দোকানের কর্মচারি ছিলেন, এর পরে দেনার দায়ে হঠাৎ করে নাচোল ছেড়ে ঢাকায় আত্মগোপন করে। ঢাকায় গিয়ে একটি বেসরকারী সিকিউরিটি সার্ভিস কোম্পানীতে চাকুরী গ্রহণ করে। এরপরে সে নিজেই সিকিউরিটী ফার্ম খুলে ব্যবসার নামে প্রতারনা শুরু করে। উল্লেখ্য, তার বিরুদ্ধে প্রতারনা, চুরী, ছিনতাই ও চাঁদাবাজি মামলাসহ তার ববিরুদ্ধে ৮টি মামলা আদালতে চলমান রয়েছে। বর্তমানে প্রশাসনের বড় কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারনার মাধ্যমে কোটি কোটি টাকার মালিক বনে গেছে ্এবং পাওনাদারেরা তার নিকট টাকা ফেরত চাইলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে রেজাউল করিম বাবু।

২১৪ বার ভিউ হয়েছে
0Shares