মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্কুলের ২০২২ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় উপজেলা স্কুল চত্বরে স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে বিদায়ী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। অত্র স্কুলের ছাত্র দীপ্ত বাবু ও তাহমিদা খাতুনের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, স্কুলের প্রধান শিক্ষক আব্দুল খালেক, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম. হাসান ও নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, রাজবাড়ি কলেজের প্রভাষক হুমায়ুন কবির ও অবসরপ্রাপ্ত শিক্ষক সানাউল্লাহসহ শিক্ষার্থীদের অভিভাবকগণ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ আসন্ন এসএসসি পরীক্ষার্থীদেরকে বোর্ডের নির্দেশনা মোতাবেক পরীক্ষার প্রস্তুতি গ্রহণের জন্য আহŸান জানান। প্রধান শিক্ষক আব্দুল খালেক জানান, এ বছর অত্র স্কুল থেকে বিজ্ঞান বিভাগের ৩৩জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এদিন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শণ ও বই মেলার আয়োজন এবং “অংকুর” দেয়ালিকা”র উন্মোচণ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.