এম এ সাজেদুল ইসলাম(সাগর), নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেলিম হোসেন (১৮) নামের একজন মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মমিন মোড়র নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম উপজেলার জগন্নাথপুর কলেজপাড়া গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত সেলিম হোসেন মাহমুদপুর ইউনিয়নের রশিদপুর গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসে। সেখানে তার দুলাভাইয়ের মটরসাইকেল চালিয়ে হেয়াতপুর বাজারের উদ্দেশ্যে আসার পথে মমিন মোড়ের সামনে ইট ভাটার রাস্তার বাঁক নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে।পরে তাকে গুরুতর আহত অবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন,লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন হইছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.