শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

নবাবগঞ্জে বিষ প্রয়োগে বোরো ক্ষেত বিনষ্ট

নবাবগঞ্জে বিষ প্রয়োগে বোরো ক্ষেত বিনষ্ট

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সিমনা গ্রামে প্রতিপক্ষরা আড়াই বিঘা জমির আধাপাকা বোরো ধান ক্ষেত রাসায়নিক বিষ প্রয়োগে বিনষ্ট করে ফেলেছে। ধান গাছ মরে যাওয়ায় প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে থানায় অভিযোগ হয়েছে।

সিমনা গ্রামের নজমল হকের পুত্র নোমানুর রহমান অভিযোগে জানান, তার স্ত্রী ও শ্যালিকার প্রায় আড়াই বিঘা জমিতে তারা মিনিগেট ও ব্রি-২৯ জাতের বোরো ধান রোপন করেন। সেই ধান আধাপাকা অবস্থায় এলে গত ২০ এপ্রিল রাতে কে বা কাহারা আগাছা নিধনকারী রাসায়নিক বিষ প্রয়োগ করলে জমির ধানগাছ সম্পুর্ণ মরে গেছে। উঠতি ফসলের এমন ক্ষতিতে চাষীদের মাথায় হাত পড়েছে। এতে ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে নোমানুর রহমান থানায় অভিযোগ করেছেন।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক নুরুজ্জামান বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে ধান গাছ মরে যাওয়া ঘটনার সত্যতা পেয়েছি। রাতের আধারে কে বা কাহারা বিষ প্রয়োগ করেছে সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS