
নবাবগঞ্জে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান জরিমানা আদায়

এম সাজেদুল ইসলাম সাগর ,নবাবগঞ্জ (দিনাজপুর) ; দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তর দিনাজপুর সহকারী পরিচালক মলিন মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে অভিযানের অভিযান চালিয়ে অবৈধভাবে ইটভাটা পরিচালনার অপরাধে দুই ইটভাটাকে এক লক্ষ নব্বই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইং, পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকার যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক প্রভাতি রাণী।
সময় মেসার্স এস. এন.এম ৯০ হাজার টাকা এবং মেসার্স এ এম ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মলিন মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
৮ বার ভিউ হয়েছে