শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

নবনির্বাচিত জেলা পরিষদ প্রশাসককে মাদারীপুর প্রেসক্লাবের শুভেচ্ছা

নবনির্বাচিত জেলা পরিষদ প্রশাসককে মাদারীপুর প্রেসক্লাবের শুভেচ্ছা

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি: নবনির্বাচিত মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুনীর চৌধুরীকে ফুলের শুভেচ্ছা দিয়েছেন মাদারীপুর প্রেসক্লাবের সদস্যরা। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রেসক্লাবের নেতারা তাকে শুভেচ্ছা জানান।
মুনীর চৌধুরীকে মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারী করেন কর্তৃপক্ষ। তিনি মাদারীপুর প্রেসক্লাবের পৃষ্ঠপোষক হওয়ায় নবগঠিত মাদারীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি গোলাম মাওলা আকন্দ, সহ সভাপতি শফিক স্বপন, সাধারণ সম্পাদক এম.আর মুর্তজা, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল রিজভী, কোষাধ্যক্ষ সাব্বির হোসাইন আজিজ, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক এমদাদ খান, সহ সাহিত্য ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, কার্যকরী সদস্য ফায়েজুল শরীফ, রাশেদ কামাল, লিখন মুন্সি প্রমুখ। এসময় জেলা পরিষদ প্রশাসক মুনীর চৌধুরী সাংবাদিকদের সাথে সরকারের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
মুনীর চৌধুরী বলেন, জেলা পরিষদের অথায়নে মাদারীপুর প্রেসক্লাবের ভবন নির্মাণ করা হচ্ছে। সেখানে নবগঠিত কমিটি নিয়ে সাংবাদিকদের মান উন্নয়নের নিজেকে সম্পৃক্ততা করবেন। সকল বিভেদ ভুলে সাংবাদিকদের এক হওয়ারও আহবান করেন তিনি।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS