প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ৭:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ণ
নড়াইলের লাহুড়িয়ায় ভাংচুর ও লুটপাট

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের লাহুড়িয়ায় ভাংচুর ও লুটপাট করেই ক্ষান্ত হননি, চাঁদা না দিলে এস্কেভেটর দিয়ে দোতলা বাড়ি ভেঙ্গে ফেলার হুমকি। নড়াইলের লোহাগড়া উপজেলর লাহুড়িয়া গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহতের জেরে প্রতিপক্ষের বাড়িতে ব্যপক ভাংচুর স্বর্ণালংকারসহ মালামাল লুটপাাট করেই ক্ষান্ত হননি ,বড় অংকের চাঁদা দাবি, চাঁদা না দিলে এস্কেভেটর (ভেকু) দিয়ে দোতলা বাড়ি ভেঙ্গে ফেলার হুমকি বিএনপিতে যোগদান করা আওয়ামীলীগের সন্ত্রাসীদের। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, লাহুড়িয়া পশ্চিমপাড়া এলাকায় মনিরুল জমাদ্দার ও মিল্টন জমাদ্দার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ঈদের দিন দুপুরে দু'পক্ষ সংঘর্ষে মনিরুল গ্রুপের সাবেক আওয়ামীলীগ নেতা আকবার শেখ নিহত হয়। নিহত আকবার শেখ লাহুড়িয়া ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছিলেন। এ ঘটনার পর আওয়ামীলীগের সন্ত্রাসী আব্দুল হক, আকরাম শেখের নেতৃত্বে জাকির মাষ্টারের দোতলা বাড়িসহ অন্তত ১০ টি বাড়িতে তান্ডব চালিয়ে ভাংচুর ও লুটপাট ও চাঁদা না দিলে এস্কেভেটর (ভেকু) দিয়ে দোতলা বাড়ি ভেঙ্গে ফেলার হুমকির অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় জানান, নড়াইলের লোহাগড়া উপজেলা লাহুড়িয়া গ্রামের আব্দুল হক, নিহত আকবার শেখের ভাই আকরাম শেখ আওয়ামীলীগের চিহ্নিত সন্ত্রাসী। সাবেক লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক লোহাগড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল হান্নান শিকদার রুনুর দলের লোক ছিল। বিগত আওয়ামীলীগ আমলে চাঁদাবাজী ,শালিস বিচারসহ এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আওয়ামীলীগের পতনের পর দল বদল করে বিএনপিতে যোগদান করে আরো বেপরোয়া হয়ে সন্ত্রাসী কর্মকান্ডসহ এলাকা অশান্ত করে চলছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জাকির ম্ষ্টারের বাড়ির মালামাল ভেংগে গুড়িয়ে দেয়া হয়েছে। বাড়িতে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা, সিলিং ফ্যান পরিধেয় কাপড় ধান চাল কৃষি ফসলসহ মালামাল লুট করে নিয়ে গেছে। কথা হয় ওই বাড়িতে থাকা এক নারীর সাথে তিনি জানান, আব্দুল হক, আকরাম শেখের নেতৃত্বে প্রায় ১শ থেকে ১৫০ জন নারী পুরুষ এসে ওই বাড়ি ভাংচুর করা হয় এবং টাকা ও স্বর্ণ লুট করে নিয়ে যায়। এখন বলছে ৫ লক্ষ টাকা না এস্কেভেটর (ভেকু) দিয়ে দোতলা বাড়ি ভেঙ্গে ফেলব। এ ঘটনায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তবে এসব অভিযোগের ব্যাপারে আব্দুল হক, আকরাম শেখের বাড়িতে গেলে এব্যাপারে কোন কথা বলতে রাজি হন নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান জানান, আমি এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছেন। মানুষের জান মালের নিরাপত্তার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.