শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

নওগাঁয় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁয় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা গ্রামের নিজ ঘর থেকে তাদের লাশগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন, উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা গ্রামের মাসুম আলী সরদার ও তার স্ত্রী লিমা খাতুন। আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান পরিবারের বরাত দিয়ে বলেন, মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে যায় স্বামী-স্ত্রী। সকালে তাদের ঘুম থেকে উঠতে দেরি হলে পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করে। তাদের ডাকাডাকিতে কোন সাড়া না দিলে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে ঘরে ঢুকে মাসুমকে গলায় গামছা ও লিমা খাতুনকে ওড়না পেঁচে ঘরের তীরের সাথে ঝুলে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কারনে তারা আতœহত্যা করেছেন । ঘটনায় থানায় সাধারণ ডায়রি দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলে তিনি জানান।

১২ বার ভিউ হয়েছে
0Shares