নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ১২টি ইউনিয়নে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা অডিটোরিয়াম বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আওতায় সামগ্রীগুলো বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে এসব খেলাধুলার সামগ্রী বিতরণ করেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। এ সময় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াশিউর রহমান, উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইমতিয়াজ জাহিদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি, ৫৪টি মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট সেট, ১৭ টি মাদ্রাসা ও ৯টি বালিকা বিদ্যালয়ে ভলিবল সেট ও ১২টি ইউনিয়নের ৪০টি ক্লাবে ফুটবল বিতরণ করেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.