সোমবার- ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

নওগাঁর মান্দায়  ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক পরীক্ষার্থী গ্রেফতার 

নওগাঁর মান্দায়  ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক পরীক্ষার্থী গ্রেফতার 

 এম এম হারুন আল রশীদ হীরা ; নওগাঁ প্রতিনিধি:   নওগাঁর মান্দায় নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জাহিদ হাসান নামের (১৭) এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতার জাহিদ হাসান উপজেলার কশব ইউনিয়নের চকবালু গ্রামের আনিছুর রহমানের ছেলে ও চলতি (২০২৫ সালের) এসএসসি পরীক্ষার্থী । আজ শনিবার তাকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী ওই ছাত্রীর মা জানান, মোবাইলফোনের সূত্র ধরে অভিযুক্ত জাহিদ হাসানের সাথে তার মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন সময় নওগাঁ শহরে নিয়ে মেয়েকে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত জাহিদ হাসান।
স্কুলছাত্রীর মা আরও বলেন, ‘আমার স্বামী প্রবাসে অবস্থান করায় মেয়েকে নিয়ে আমি বাড়িতে বসবাস করি। গত সোমবার সন্ধ্যায় আমি বাড়িতে না থাকার সুযোগে জাহিদ হাসান আমার বাড়িতে গিয়ে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে আবারও ধর্ষণ করে। পরবর্তীতে আমি বাড়ি ফিরলে মেয়ে সব বিষয়ে আমাকে অবহিত করে। ঘটনায় আজ শনিবার সকালে মান্দা থানায় অভিযুক্ত জাহিদ হাসানের বিরুদ্ধে মামলা করেছি।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমনে আইনের (৯) ১ ধারায় জাহিদ হাসানের বিরুদ্ধে মামলা করেন। পরে অভিযান চালিয়ে আসামি জাহিদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে  নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে নওগাঁ জেলা সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টোপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS