নওগাঁ প্রতিনিধি:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নওগাঁর মান্দা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া ও মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান কে ঘুষখোর এবং ঘুষ দিলে কলম চলে আর ঘুষ না দিলে কলম চলেনা এমন বিষয় উল্লেখ করে “নওগাঁ জেলা বিএনপি” নামক ফেসবুক একাউন্ট থেকে করেছেন পোস্ট। উক্ত ফেসবুক পোস্ট ঘিরে এলাকায় চলছে আলোচনা সমালোচনা। এই ফেসবুক আইডি থেকে আগেও নওগাঁর বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট হয়েছে।
“নওগাঁ জেলা বিএনপি” নামক ফেসবুক একাউন্ট পোস্টে উল্লেখ করেছে “ঘুষের রাজ্য মান্দা উপজেলা ১০০% ঘুষের রাজ্যে বসবাস করছেন মান্দা উপজেলার নির্বাহী অফিসার শাহ আলম মিয়া ও মান্দা থানার ওসি মুনসুর রহমান,গোপন সূত্রে জানা যায় যে কোন বিষয়ে ঘুষ দিলে কলম চলে আর ঘুষ না দিলে কলম চলেনা আওয়ামীলীগের আমলে এতো ঘুষ ছিলোনা তাই এই দুই মহান ঘুষখোর ব্যক্তির উপর দুদকের নজর দারি চাই।।”
ফেসবুক পোস্টের বিষয়ে মান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া’র সাথে একাধিকবার ফোন কলে যোগাযোগ করার চেষ্টা করেও ফোন রিসিভ না করায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ফেসবুক পোস্টে উল্লেখিত অভিযোগের বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, যে বিষয়ে ফেসবুক পোস্টে অভিযোগ তোলা হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যা এর কোন ভিত্তি নেই।
ফেসবুক পোস্ট যদি মিথ্যা হয়ে থাকে তাহলে ফেসবুক পোস্ট বিষয়ে কোনো অভিযোগ বা মামলা করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওসি মনসুর রহমান বলেন, না এখন পর্যন্ত এসব নিয়ে কোন অভিযোগ করিনি।
এ বিষয়ে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, ফেসবুক পোস্ট এর বিষয়টি আমরা জেনেছি, তথ্য অনুসন্ধান করার মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হবে। ঘুষ বা কোনরূপ অনিয়ম পেলে উক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.