আবু মুছা স্বপন, নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট.
নওগাঁর ধামইরহাটে দুই মাদক সেবীকে কারাদন্ড প্রদান করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে ৬ ও ৮ মাস কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে।
২৭ জুন ধামইরহাট উপজেলাধীন পৌর সদরের ৭ নং ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট উপজেলা প্রশাসন থানা পুলিশের সহযোগিতায় মাদক বিরোধী অভিযান চালিয়ে পেন্টাডল সেবন ও সংরক্ষনের অপরাধে পৌর ৭নং ওয়ার্ডের মঙ্গলকোঠা গ্রামের আবুল কাশেমের ছেলে রুবেল হোসেন ও একই গ্রামের বাবলু হোসেনের ছেলে শাকিল হোসেনকে আটক করা হয়। এ সময় আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক সেবন করার কথা স্বীকার করলে ঘটনাস্থ্যলেই ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক আইনে রুবেল হোসেনকে ৮ মাস ও শাকিল হোসেনকে ৬ মাসের পৃথক কারাদন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট গনপতি রায়।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, মাদক ব্যবসায়ী ও সেবীর সঠিক তথ্য দিয়ে প্রশাসন ও থানা পুলিশকে সহযোগিতা করুন, আমরা ধামইরহাট থেকে মাদক ব্যবসায়ী ও সেবীদের উৎখাত করতে চাই।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.