ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজীর নেতৃত্বে এস.আই নাজমুল হক বিপিএম, এস আই আব্দুল মোমিন সহ সঙ্গীয় ফোর্সের বিশেষ টিম গতকাল দিনব্যাপী এই অভিযানে দক্ষিন চকযদু (হাটখোলা)গ্রামের মৃতগোপাল বাসফোর ছেলে সুবাস বাসফোর (৩২) আঙ্গুর হোসেনের ছেলে শাহিদ হোসেন (২৩) ও সেননগর গ্রামের লুৎফর রহমানের ছেলে আরেফিন হোসেনকে ১৫ পিস টাপেন্ডাডল ট্যাবলেট ও উত্তর চকযদু গ্রামের জালাল উদ্দিনের ছেলে রায়হান (২৮ কে ১৫ পিস টাপেন্ডাডল ট্যাবলেট সহ আটক করে। অপর দিকে একই দিন রাতে উপজেলার জাহানপুর এলাকায় জটলা বুড়ি (জটিবুড়ি) মাদার মেলার পাশে জুয়ার বোর্ড বসিয়ে জুয়া খেলার খবর পেয়ে ওসি মোজাম্মেল হক কাজী সহ এস,আই নুরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স দুই জুয়ারুকে জুয়ার গুটি ও অন্যান্য সরঞ্জামাদি সহ নানাইচ মন্ডল পাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মাসুদ রানা (২২) ও একই গ্রামের মোল্লা পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে ইউসুফ আলী (২১) কে আটক করে থানায় নিয়ে আসেন।
ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, আটকৃতদের পৃথক ৩টি মামলায় কোর্টে প্রেরণ করা হয়েছে, ধামইরহাট এলাকায় কোনরুপ জুয়ার খেলা, মাদক ব্যবসা ও সেবন বরদাস্ত করা হবে না।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.