শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

ধামইরহাটে সাবেক এমপি সামসুজ্জোহা খানের ইফতার মাহফিলে আন্দোলনের ডাক

ধামইরহাটে সাবেক এমপি সামসুজ্জোহা খানের ইফতার মাহফিলে আন্দোলনের ডাক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও ধামইরহাট-পত্নীতলা আসনের সাবেক এম.পি মো, সামসুজ্জোহা খানের ইফতার মাহফিল থেকে বিএনপির চেয়ারম্যান পার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তির লক্ষ্যে আন্দোলনের ডাক দিয়েছেন উপস্থিত নেতৃবৃন্দ। ২৮ এপ্রিল বিকেল ৪ টায় ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগি অংগ সংগঠনের উদ্যোগে পৌর বিএনপির সাবেক আহবায়ক মো. শহিদুল ইসলাম সরকারের সভাপতিত্বে ভার্চূয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী আহমেদ। ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এম.পি সামসুজ্জোহা খান। এ সময় জেলা য্বুদলের সম্পাদক খায়রুল ইসলাম গোল্ডেন, যুগ্ম সম্পাদক জেড এইচ মানিক, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন রাজু, আড়ানগর ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম কবির মিল্টন, উপজেলা যুবলদলের সাবেক সভাপতি রেজাউল করিম মুসা, মহিলা দলের সাবেক সভানেত্রী মাজেদা বেগম, পত্নীতলা মহিলা দলের সম্পাদক মোসা. শেফা, ধামইরহাট উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব হানজালা প্রমুখ উপস্থিত ছিলেন।

৬০ বার ভিউ হয়েছে
0Shares