
ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধা মার্টিন হাসদাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধা মার্টিন হাসদাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। ১৯ মে দিবাগত রাত ১ টার দিকে জগদল (রুপনারায়নপুর) গ্রামের মৃত বড়কা হাসদার ছেলে বীর মুক্তিযোদ্ধা মার্টিন হাসদা (৭৫) অসুস্থ্য অবস্থায় নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃতের খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে আদিবাসী মহলে বিশেষ শোকের ছায়া নেমে আসে। ২০ মে বিকেল ৪ টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সিবিবর আহমেদ, ওসি মো. মোজাম্মেল হক কাজী, গার্ড অব অনার প্রদানে জেলা পুলিশ সদস্য এ.এসআই (সশস্ত্র) মইনুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অফির উদ্দিন, ফাদার হারুন হেমরম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, আদিবাসী নারী নেত্রী ডলি দাস, মৃত মুক্তিযোদ্ধার সন্তান বাচ্চু মিয়া, কমিউনিটি পুলিশিং এর সাংগঠনিক সম্পাদক ডা. আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ১ ছেলে ও মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।