শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

ধামইরহাটে বিএনপি নেতা খাজা নাজিবুল্লাহর বিশাল ইফতার মাহফিল

ধামইরহাটে বিএনপি নেতা খাজা নাজিবুল্লাহর বিশাল ইফতার মাহফিল

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে নওগাঁ জেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য ও পত্নীতলা উপজেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য বিএনপি নেতা খাজা নাজিবুল্লাহ চৌধুরীর বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৭ এপ্রিল বিকেল ৪ টায় ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির একাংশ উদ্যোগে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেওয়ান ফেরদৌস হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাজা নাজিবুল্লাহ চৌধুরী। এ সময় আগ্রাদ্বিগুন ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক, উপজেলা আহবায়ক কমিটির সদস্য আমজাত হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনোয়ার কাইসার বুলবুল, পৌর আহবায়ক কমিটির সদস্য আজমল হোসেন চৌধুরী শাহান, জেলা ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সম্প্রতি একই স্থানে গত ১৮ই এপ্রিল উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে সাবেক ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুবার রহমান চৌধুরী চপল উপস্থিত ছিলেন, আজ আবার একই স্থানে একই দুই সংগঠনের ব্যানারে প্রধান অতিথি খাজা নাজিবুল্লাহ চৌধুরী এবং আগামীকাল ২৮ এপ্রিল একই স্থানে ওই উপজেলা ও পৌর বিএনপিরই উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান জোহা। এই ত্রিমুখী রাজনৈতিক মেরুকরণে এলাকায় বিএনপি নেতৃবৃন্দদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে।

৫৮ বার ভিউ হয়েছে
0Shares