
ধামইরহাটে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা প্রশাসনের দিনব্যাপী কর্মশালা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ও প্রধানমন্ত্রীর গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে ১৫ জুন সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে কর্মশালার ভার্চুয়ালি উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মো. খালিদ মেহেদী হাসান পিএএ। ‘নারীর ক্ষমতায়, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিকও শিশুর বিকাশ, বিনিয়োগ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎসহ ১০টি কার্যক্রম বাস্তবায়নে উপজেলার বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজ, সাংবাদিক, ইমাম, পুরোহিতসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষদের নিয়ে ১০টি গ্রুপে এই কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা আ’লীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, ডিজিএম শাহীন কবির, সমাজসেবা অফিসার সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন,কৃষি সম্প্রসারণ অফিসার আসাদুজ্জামান, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকার, নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ।