ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ১টি পেট্রোল পাম্পে প্রতি লিটারে ১শত ৪০ গ্রাম পেট্রোল কম দেওয়ায় পাম্প ম্যানেজারের জরিমানা করা হয়েছে। ১০ মে দুপুর ১২ টায় সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সিব্বির আহমেদ ধামইরহাট পূর্ব বাজারের ন্যাশনাল পেট্রোলিয়াম এন্ড ফিলিং ষ্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা কালে প্রতি লিটারে প্রায় ১৪ টাকার পেট্রোল কম দেওয়ায় ওজন কারচুপির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬ ধারা লঙ্ঘনের দায়ে পাম্প ম্যানেজার রতন হোসেনের ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তেল নিতে আসা সাধারণ ভোক্তা এসিল্যান্ড সিব্বির আহমেদকে লাল সালাম নিবেদন করেন। মোবাইল কোর্টের পেসকার মেহেদী হাসান জানান, উপজেলার দুটি পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করে ধামইরহাটের প্রানকেন্দ্রের আকতার হোসেনের পাম্পে এই অনিয়ম হওয়ায় তার ম্যানেজার রতনের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.