শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

ধামইরহাটে দুটি গ্রামীন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এম.পি শহীদুজ্জামান সরকার

ধামইরহাটে দুটি গ্রামীন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এম.পি শহীদুজ্জামান সরকার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কর্তৃক বাস্তবায়িত দুটি গ্রামীন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ১১ জুন বেলা ১১ টায় ৫৪ লাখ ১১ হাজার ১০৫ টাকা ব্যয়ে উপজেলার পূর্বতাহেরপুর বালিকা বিদ্যালয় সংলগ্ন রাস্তা হতে নেঙ্গাপীর দরগা অভিমুখে ১ কিলোমিটার ও ৫৬ লাখ ১০ হাজার ৮৯০ টাকা ব্যয়ে শংকরপুর হতে বেলবাড়ী হয়ে চৈতন্যপুর পর্যন্ত ১ কিলোমিটারসহ ২কিলোমিটার রাস্তার হেয়ারিং বন বন্ড (এইচবিবি) কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। উদ্বোধন শেষে পৃথক দুটি আলোচনা সভায় সাংসদ শহীদুজ্জামান সরকার ছাড়াও আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা,  ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল গনি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ, ইউপি চেয়ারম্যান ওসমান গণি, মাহফুজুল আলম লাকী, গোলাম কিবরিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোয়েব আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, কার্যসহকারী বিল্লাল হাসান, ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

১২৩ বার ভিউ হয়েছে
0Shares