শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

ধামইরহাটে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সহকারী কমিশনার ভূমি সিব্বির আহমেদকে বিদায় সংবর্ধনা

ধামইরহাটে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সহকারী কমিশনার ভূমি সিব্বির আহমেদকে বিদায় সংবর্ধনা

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি-

নওগাঁর ধামইরহাট উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ১৬ মে ধামইরহাট ডাক বাংলোয় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে এসিল্যান্ড সিব্বির আহমেদকে বিদায়ী সম্মাননা স্মারক তুলে দেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস, ওসি মোজাম্মেল হক কাজী, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও সরকারি এম এম কলেজের প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, প্রভাষক আবু হানিফ কাউন্সিলর মাহমুদ আলম বাপ্পী, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত বক্তাগণ ধামইরহাট উপজেলায় ক্রীড়াঙ্গনে এসিল্যান্ড সিব্বির আহমেদ’র বিভিন্ন সম্পৃক্ততার বিষয়গুলি সম্মানের সাথে আলোকপাত করে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।#

১০৯ বার ভিউ হয়েছে
0Shares