
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকারের উদ্যোগে নির্মিত আসমাউল হোসনা জামে মসজিদের উদ্বোধন

মো. আবু মুছা স্বপন, নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট.
নওগাঁর ধামইরহাটে উমার ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকারের আমেরিকা প্রবাসী প্রয়াত মেয়ে আসমাউল হোসনা’র নামে নির্মিত ‘আসমাউল হোসনা জামে মসজিদ’ এর উদ্বোধন করা হয়েছে। টিএন্ডটি মোড়স্থ্য সড়কের বেলীর মোড়ে ২৯ জুলাই দুপুরে জামে মসজিদে মিলাদ মাহফিলের পূর্বে মসজিদের উদ্বোধনী ঘোষনা করেন প্রয়াত আসমাউল হোসনার বাবা ও উমার ইউপি চেয়ারম্যান বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ওবায়দুল হক সরকার। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী, প্রয়াত আসমাউল হোসনার স্বামী মো. মতিউর রহমান সুমন, একমাত্র ছেলে ইয়ান রহমান, ভগ্নিপতি জাবিদ হোসেন মৃদ্যু, ভাই সেতু, সুমন, আসাদুজ্জামান, খালু হোসেন আলী প্রমুখ। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন চকভারুনিয়া পীর ক্যাবলার নাতনী জামাতা মাওলানা আব্দুস সালাম।