
দুর্গাপুর কলেজ ছাত্রলীগের সভাপতি হতে চান মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ইয়াসিন আরাফাত

কলিহাসান,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনা দুর্গাপুরে সুসং সরকারি কলেজ ছাত্রলীগ কমিটির সভাপতি হতে চান ছাত্রলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মো. ইয়াসিন আরাফাত। সে বাকলজোড়া ইউনিয়নের শেওড়াউন্দ গ্রামের আওয়ামী পরিবারের সন্তান। তার দাদা ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল হেকিম। তিনি আমৃত্য বাকলজাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেণ। গত ১৩ এপ্রিল জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের কাছে জীবন-বৃত্তান্ত জমা দেন ইয়াসিন আরাফাত। সম্প্রতি জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলা,পৌর ও কলেজ কমিটি বিলুপ্ত ঘোষণা করে। তিন কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট আগ্রহী প্রার্থীরা স্ব-স্ব পদে সিভি জমা দেয়ার নির্দেশনা দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি ঘোষণা করে।
খোঁজ নিয়ে জানা গেছে, ইয়াসিন আরাফাত একজন ছাত্রলীগের নিবেদিত কর্মী। তার পিতা ফজলুল হক। আপন চাচা কালাচান তিনি দুইবার ইউপি সদস্য ছিলেন। পারিবারিকভাবেই আওয়ামীলীগার । সেই ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা। তিনি ছাত্রলীগের পতাকা তলে ছায়া হিসেবে সুদীর্ঘ ১৫বছর অতিবাহিত করছেন। তার আত্মার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সেই সংগঠনের একজন কাÐারী হিসেবে আগামীর ছাত্রলীগের কাউন্সিলে সুসং কলেজ শাখার সভাপতি প্রার্থী হিসেবে ইতিমধ্যে সিভি দিয়েছেন। তিনি আশা করেণ জেলা নেতৃবৃন্দ মূল্যায়ন করলে আমি একজন হেভিওয়েট প্রার্থী মনে করি। সেই সাথে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেণ তিনি।