কলিহাসান,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ; নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসন ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুর্গাপুর বাজারে ভোজ্যতেল মজুদ পরিস্থিতি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর যৌথ অভিযান পরিচালনা করে। রোববার দুপুরে উপজেলার ঝাঞ্জাইল বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম। এ সময় মোতালেব অয়েল মিলকে ৩শ ৪০ লিটার বোতলজাত তেল খোলা সয়াবিন তেলের সাথে মিশিয়ে বেশি মূল্যে বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে একই দিনে দুর্গাপুর পৌর বাজারে নেত্রকোনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.শাহ আলম অভিযান চালান। এ সময় পৌর বাজারের দীপ্ত এন্টারপ্রাইজ নামীয় রবি ঘোষের ডিলার পয়েন্টে সয়াবিন তেলের অবৈধ মজুদের জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধারকৃত ১১৮ লিটার তেল উপস্থিত ভোক্তাদের মাঝে বোতলের গায়ের রেট অনুযায়ী বিক্রি করা হয়।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.