শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

দুর্গাপুরে ভুমিহীন ও গৃহহীন উপকারভোগী পরিবারের কাছে জমি ও ঘর হস্তান্তর কার্যক্রমে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

দুর্গাপুরে ভুমিহীন ও গৃহহীন উপকারভোগী পরিবারের কাছে জমি ও ঘর হস্তান্তর কার্যক্রমে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

কলিহাসান,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনা দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিহীন ও গৃহহীন মুক্ত বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ২৬ এপ্রিল তৃতীয় পর্যায়ের গৃহ সমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রমে শুভ উদ্বোধন উপলক্ষ্যে উপজেলার গণমাধ্যম কর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং করলো উপজেলা প্রশাসন। আজ রবিবার দুুপুর পৌনে ১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব উল আহসান এঁর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম,উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম. বীরমুক্তিযোদ্ধা মো. ওয়াজেদ মিয়া, বীরমুক্তিযোদ্ধা মো.সিরাজুল হক,প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কলি হাসান,স্থানীয় সাংসদের প্রতিনিধি সুমন চৌধুরী পাভেল, যুবলীগ নেতা মোমনে ইবনে সাঈদ স্ট্যালিন প্রমূখ।

১০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS