
দুর্গাপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৪৫টি পরিবার

কলি হাসান দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : আসন্ন ঈদের আগে তৃতীয় ধাপে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর পেয়েছে নেত্রকোনার দুর্গাপুরের ৪৫টি ভূমিহীন পরিবার। ঘর হস্তান্তর উপলক্ষে মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। ভার্চুয়ালি সারাদেশে ঘর গুলো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা বিপ্লব মজুমদার,উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, থানা ওসি মুহাম্মদ শিবিরূল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম রফিক, চন্ডিগড় ইউপি চেয়ারম্যান আলম সরকার, গাঁওকান্দিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার প্রমুখ ।