শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলি হাসান ,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি ; নেত্রকোনার দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে কাউসার নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু রয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত শিশু ওই গ্রামের শেকুল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় পরিবারের লোকজন বাড়ির কাজে ব্যস্ত ছিলো। ওই সময় কাউসার বাড়ির উঠান খেলা করার সময় বাড়ির সবার অগচোরে পা‌শের পুকু‌রের পা‌নি‌তে প‌ড়ে ডুবে যায়। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে বের হয় এবং অনেক খোঁজাখুজির পর বাড়ির পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখে। পরে তাকে তুলে দুর্গাপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় উদ্ধারকৃত মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS