
দুর্গাপুরে জাতীয় শোক দিবস পালনে প্রশাসনের প্রস্তুতি সভা

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস,৮আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী, ৫ই আগস্ট মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এসব সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, প্রবীণ রাজনীতিবিদ দুর্গাপ্রসাদ তেওয়ারী, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, সাবেক মেয়র শ. ম. জয়নাল আবেদীন, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সুসং আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক একে এম ইয়াহিয়া, থানা ওসি শিবিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য বিপ্লব মজুমদার সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউপি চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা,কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, পুষ্পার্ঘ্য অর্পণ, শোক র্যালি, দোয়া মাহফিল, আলোচনা সভা,বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ও বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষেও নানা কর্মসূচি গৃহীত হয়।