মঙ্গলবার- ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

কলিহাসান,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি: ‘নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা মৎস্য অফিসের কার্যালয়ে শনিবার ২৩শে জুলাই “জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২” উদ্যাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী সম্পর্কে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন কুন্ডু।

তিনি বলেন, বিপন্ন দেশীয় প্রজাতির মাছের সংরক্ষণ, প্রজনন ও বংশ বৃদ্ধির মাধ্যমে সার্বিক মাছের উৎপাদন বৃদ্ধি হয়েছে। গত পাঁচ বছরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন নদ-নদী ও প্রকৃতির মুক্ত জলাশয়ে মৎস্য অভয়াশ্রম স্থাপন করার প্রক্রিয়া চলমান রয়েছে। এর ফলে সকল প্রকার দেশী মাছ বৃদ্ধি পেয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাবেক সভাপতি মোহন মিয়া,সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সহ সভাপতি তোবারক হোসেন, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি কবি সজীম শাইন,সাধারণ সম্পাদক ওয়ালী হাসান কলি সহ গণমাধ্যম কর্মী প্রমূখ।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS