শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

দুর্গাপুরে আন্তর্জাতিক মে দিবস পালিত

দুর্গাপুরে আন্তর্জাতিক মে দিবস পালিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনা দুর্গাপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক মে দিবস পালন হয়েছে। এ বছর মে দিবসের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা শ্রমিক লীগের আয়োজনে পৌর শহরের উপজেলা আওয়ালী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উওোলন করা হয়। পরে এক বর্ণাঢ্য র‍্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ,সাবেক মেয়র কামাল পাশা,চন্ডিগড় ইউপি চেয়ারম্যান আলম সরকার, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ,সাধারণ সম্পাদক খোকন সরকার, নির্মাণ শ্রমিক ইউনিয়ন উপজেলা শাখার সভাপতি আবু সাঈদ, কার্যকরী সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান,দপ্তর সম্পাদক হযরত আলী সহ বিভিন্ন শ্রমিক শাখার নেতৃবৃন্দ ।

র‍্যালি শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা হয়। শ্রমিক লীগ সাধারন সম্পাদক খোকন সরকার সভা সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেণ শ্রমিক লীগ সভাপতি আসাদুজ্জামান আসাদ।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS