শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

দিনাজপুরে যাত্রিবাহী বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত তিন, আহত ৩০ জন

দিনাজপুরে যাত্রিবাহী বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত তিন, আহত ৩০ জন

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে যাত্রিবাহী  বাসের চাকা ফেটে নিয়ন্ত্রন হারিয়ে  গাছের সঙ্গে ধাক্কা লেগে শিশুসহ বাসের  ৩ যাত্রী নিহত  ও অন্তত ৩০ জন হয়েছেন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৬ জুন) দিবাগত রাত ৯ টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের দিনাজপুর সদর উপজেলার ব্যাংককালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএনএম মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থেকে ছেড়ে আসা ঢাকাগামী আহসান পরিবহনের একটি যাত্রিবাহী বাস ব্যাংককালী নামক স্থানে পৌঁছালে বাসটির সামনের চাকা ফেটে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় পতিত হয়।
খবর পেয়ে পুলিশ ও দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত বাসযাত্রীদের দ্রুত উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে শিশুসহ তিনজনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের দুইজনির নাম জানা গেছে। তারা হলেন-পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের আব্দুর রহিম (৪০) ও একই উপজেলার শিশু লাইসা (২)। অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
৬৫ বার ভিউ হয়েছে
0Shares