শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

<span class="entry-title-primary">দিনাজপুরের ৫ উপজেলায় ঈদুল  ফিতরের জামাত অনুষ্ঠিত</span> <span class="entry-subtitle">সৌদি আরবের সঙ্গে তাল মিলিয়ে</span>

দিনাজপুরের ৫ উপজেলায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত সৌদি আরবের সঙ্গে তাল মিলিয়ে

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের পাঁচ উপজেলায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলার দিনাজপুরের সদর, বিরামপুর, কাহারোল, চিরিরবন্দর ও বিরল উপজেলার কয়েক গ্রামে এই ঈদ উদযাপিত হয়েছে।
সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় দিনাজপুরের পাঁচটি উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয। সোমবার সকাল ৮টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়ে পার্টি সেন্টারে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এতে তিন শতাধিক মুসল্লি অংশ নেন।ঈদের নামাজে ইমামতি করেন চিরিরবন্দর উপজেলার নাজিরা বাজার মাদ্রাসার ছাত্র হাফেজ মাওলানা মোখলেসুর রহমান।

এসময় ঈদ উদযাপন কমিটির সভাপতি মকবুল হোসেন জানান, এবার জেলার ১৩ উপজেলার প্রায় ৪৪টি ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি জামাতে দুই শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেছেন। এবার দিনাজপুর সদরের নিউটাউন, ফুলতলা, কাচারির পেছনে ইসলামবাগ এলাকায় ঈদের জামাত হয়েছে।
একই সঙ্গে চিরিরবন্দর উপজেলার রাবার ড্যাম এলাকা, কাহারোল উপজেলা জয়নন্দগ্রাম ও তেরমাইল এলাকা, বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদ, জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদ এবং বিরল উপজেলার বালান্দোর গ্রামে আগাম ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়।

উল্লেখ্য, দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছে মুসলমানদের একটি অংশ। প্রথম দিকে মুসল্লির সংখ্যা কম থাকলেও বর্তমানে এখন সদর উপজেলায় তা বেড়ে প্রায় ৩শতাধিক হয়েছে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS