শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

দাদন ব্যাবসা  বন্ধ করুন

দাদন ব্যাবসা  বন্ধ করুন

লালমনিরহাট প্রতিনিধি :  লালমনিরহাটে অতিরিক্ত বেড়েছে দাদন ব্যবসা। সর্বসান্ত হচ্ছে সাধারণ মানুষ। শুধু এটাই নয়, শ্রমজীবি মানুষের অনেকেই জমি,বাড়ি বিক্রী করে দাদন ব্যবসায়ীদের টাকা শোধ করে হারাচ্ছে বসবাসের স্থান। এমন খবর পাওয়া যাচ্ছে  লালমনিরহাটের শহর গ্রাম গঞ্জে। দাদন ব্যবসা বন্ধে জেলা প্রশাসন,আইন শৃঙ্খলা বাহিনীর কঠোরভাবে নজর দেয়া খুবই জরুরী দাবী জানিয়েছেন সুধীমহল।লালমনিরহাটের আপিয়ারখানা,খোঁচাবাড়ি,বানভাসা,
সাপটানা,তেলিপাড়া,মহেন্দ্রনগর,
বুড়িরবজার,নয়ারহাট,কুলাঘাটসহ জেলার কোন অঞ্চলে থেমে নেই দাদন ব্যবসা। দাদন ব্যবসার টাকা দিতে না পারলে দাদন ব্যাবসায়ীরা বিভিন্ন অশ্লীল ভাষা প্রয়োগ করে টাকা গৃহীতাদেরকে। সর্বশেষ অতিদ্রুত জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এদের বিরুদ্ধে সোচ্চার না হলে,আগামী কয়েক বছরের মধ্যে লালমনিরহাট জেলাশহর থেকে উপজেলা পর্যায়ে  ব্যঙের ছাতার মতো গর্জিয়ে উঠবে দাদন ব্যবসায়ীরা।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS