প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ৭:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২২, ৮:১৭ পূর্বাহ্ণ
দাগনভূঞায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষীদের প্রশিক্ষণ সম্পন্ন

আবদুল্লাহ আল মামুন: ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় ইউনিয়ন পর্যায়ে ২ দিনব্যাপি মৎস্য চাষীদের প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার (২৬ মে) সকালে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ২০২১-২২ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ২য় ব্যাচের ১ম ধাপের প্রশিক্ষণে ১৮ জন আর.ডি ও এফ.এফ চাষীরা অংশ নেন। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন ফেনী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ:দা) মোঃ মোস্তাফিজুর রহমান, দাগনভ‚ঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা, ক্ষেত্র সহকারীবৃন্দ, উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উপজেলা মৎস্য অফিস জানায়, ২৫ ও ২৬ মে (দুই দিন) প্রশিক্ষণে ৩টি প্যাকেজের আওতায় ৩জন আরডি ও ১৫জন এফএফ সহ মোট ১৮জন চাষীকে কার্প মিশ্র, মনোসেক্স তেলাপিয়া ও গলদা-কার্প মিশ্র চাষ বিষয়ে ২দিন হাতে কলমে প্রশিক্ষন প্রদান করা হয়েছে। শেষে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সামগ্রী ও সম্মানী ভাতা প্রদান করা হয়।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.