প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ২:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২৫, ৪:০৭ অপরাহ্ণ
দশমিনায় যুবদলের সাবেক দুই নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদে সভা

পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর দশমিনা উপজেলায় যুবদলের সাবেক দুই নেতাকে কুপিয়ে জখম করার প্রতিবাদ জানিয়েছেন উপজেলা ও বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপি এবং তার সহযোগী সংগঠন। গত ২১ মার্চ উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী বাজারে বাঁশবাড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কাজী হাসানুজ্জামান হাসান ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম মোল্লার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। রোববার বেলা সাড়ে ১১টায় বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির কার্যলয়ের সামনের সড়কে বিএনপির প্রতিবাদ সভা থেকে এ ঘটনার জন্য উপজেলা বিএনপি স্থানীয় আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দায়ী করে ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে। ।`1`1`1`1`11
```
বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বেলা সাড়ে ১১টা থেকে ঘন্টাব্যাপী এই প্রতিবাদ সভার সভাপতিত্বে করেন ইউনিয়ন বিএনপির সভাপতি এনায়েত করিম ফারুক । ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. বজলুর রশিদ হাওলাদার এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলীম তালুকদার ও সাধারন সম্পাদক মো. শাহ আলম শানু, যুগ্ন সাধারন সম্পাদক ফকরুজ্জামান বাদল, কৃষক দলের সাধারন সম্পাদক হারুন আর রশিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক এসিন আলী খান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন খান, উপজেরা যুবদল নেতা আল আমিন মোল্লা ও সাবেক কলেজ ছাত্র দলের সভাপতি আবুল বাশার প্রমুখ।
বক্তব্যে বলেন, আওয়ামী ফ্যাসিস্ট কুখ্যাত সন্ত্রাসী কর্তৃক ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কাজী হাসানুজ্জামান হাসান ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম মোল্লাকে মধ্যযুগীয় কায়দায় কুপিয়ে গুরুত্বর আহত করার তীব্র নিন্দা ও প্রতিবদ জানাই। আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবীও জানান তারা।
গত ২১ মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী বাজারে বাঁশবাড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কাজী হাসানুজ্জামান হাসান ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম মোল্লাকে একদল সন্ত্রী কুপিয়ে গুরুত্বর আহত করে। এ ঘটনায় জন্য ইউনিয়ন বিএনপি সহ আহতরা আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দায়ী করেছেন। এছাড়াও এ ঘটনায় কাজী হাসানুজ্জামান হাসান বাদি হয়ে দশমিনা থানায় মো. রিয়াদুল ইসলাম সহ ২৫ জনকে আসামি করে ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাতআসামি করে দশমিনা থানায় একটি মামলা করেছেন।
এব্যাপারে রিয়াদুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি বলে তার কোনো বক্তব্য নেয়া সম্ভ
হয়নি।
এবিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম জানান, এঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.