
দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী সেনবাগের পারভেজ নিহত

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি : দক্ষিন আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের ইয়ুগী নামক এলাকায় সন্ত্রাসীরা গুলি করে সালাউদ্দিন প্রকাশ পারভেজ (৩৭) নামের এক বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে। সোমবার (২ মে) স্থানীয় সময় বিকাল ৪টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সে দেশের একদল কালো সন্ত্রাসী তাকে এলোপাথাড়ী গুলি হত্যা করে, দোকানের থাকা নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে।
তার মৃত্যুর সংবাদ ওইদিন সোমবার রাতে তার সেনবাগ উপজেলার দক্ষিন সাহাপুর কাবিলমিয়ার বাড়িতে পৌছলে পরিবারের সদস্যদের মাঝে শুরু হয় শোকের মাতম।
পারভেজ সেনবাগ উপজেলা কাবিলপুর ইউনিয়নের দক্ষিন সাহাপুর গ্রামের ৩নং ওয়ার্ডের কাবিল মিয়ার বাড়ির বীর মুক্তিযোদ্ধা নুরনবী মিয়ার বড় ছেলে। আগামী ৭মে শনিবার পারভেজের লাশ দক্ষিন আফ্রিকা থেকে বাংলাদেশ পৌছবে এবং একই দিন বেলা ১১টার সময় মরহুরেমর নিজ বাড়ির দরজায় নামাজের জায়নাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে। মৃত্যুকালে পারভেজ এক স্ত্রী, এক ছেলে, পিতা-মাতা-দুই ভাই ও তিন বোনসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।