শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

তেঁতুলিয়ায় মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তেঁতুলিয়ায় মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুলহাস উদ্দীন তেঁতুলিয়া (পঞ্চগড়)প্রতিনিধি :  মাছে ভাতে ভরবে দেশ’ শেখ হাসিনার বাংলাদেশ”- প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উদযাপিত হয়েছে আওয়ামী মৎস্যজীবি লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী।
রবিবার (২২ মে) বেলা ১১টায় উপজেলার চৌরাস্তা বাজারে আওয়ামীলীগের কার্যালয়ে পতাকা উত্তোলন, জাতির জনকের ম্যূরালে পুস্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধাঞ্জলির পর কেক কেটে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ালীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু।
মৎস্যজীবি লীগের আহবায়ক আব্দুল রাজ্জাকের সভাপতিত্বে সদস্য সচিব আবু সাঈদার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, কৃষকলীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুয়েল, নুরুল ইসলাম লালু, যুবলীগের আহবায়ক মোজাফ্ফর হোসেন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার  আওয়ামীলীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS