পঞ্চগড় অফিস : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গলায় ফাঁস লাগা অবস্থায় গাছ থেকে ঝুলন্ত বাবুল হোসেন (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬মে) সকালে তেতুলিয়া উপজেলার আজিজনগর ডাঙাপাড়া এলাকায় গাছে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত বাবুল হোসেন একই এলাকার মৃত আরফান আলীর ছেলে৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবুলের মরদেহ একটি গাছে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি গাছ থেকে উদ্ধার করেন এবং লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তে জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন,এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, এটি আত্মহত্যা না হত্যা। এজন্য ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
তবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যা। এজন্য জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নেয়া হয়েছে
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.