শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

তাহেরপুর পৌরসভায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ রুপ কুমারের সন্ধান মেলেনি

তাহেরপুর পৌরসভায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ রুপ কুমারের সন্ধান মেলেনি

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা এলাকায় নদীতে গোসল করতে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ ব্যক্তির নাম রুপ কুমার (৩৫)। সে উপজেলার তাহেরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের হরিফলা মহল্লার জেলেপাড়ার মৃত বিশু হলদারের মেয়েকে বিয়ে করে পাউবোর বাধ এলাকায় ঘরবাড়ি বানিয়ে দির্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন।

 

শনিবার বিকালে রুপ কুমার এক মৃত ব্যক্তির লাশ শ্মাশানে দাহ করে বাড়ি ফিরে নদিতে গোসল করতে নেমে নিখোঁজ হণ। সে পেশায় ভ্যান চালক ছিলেন। ফায়ার সার্ভিস ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ রুপ কুমার শনিবার বিকালে তাহেরপুর পৌরসভা এলাকার হিন্দু পরিবারের এক মৃত ব্যক্তির লাশ সরগাছি উড়াপিতলা শ্মাশান ঘাটে সমাধি শেষ করে বাড়ি ফিরে আসেন।

 

এবং বিকেল পৌনে ৬ টার দিকে সে বাড়ির পাশে বারনই নদীতে গোসল করতে নামেন। এবং একপর্যায়ে তিনি নদীতেই ডুবে যান। পরে এলাকার লোকজন জড়ো হয়ে নদির ধারে বগু খোজখুজি করে তাকে না পেয়ে বাগমারা থানার ফায়ার সার্ভিসে খবর দেয়। এসময় খবর পেয়ে গতকাল সন্ধ্যায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে যায়। তবে রাত হওয়ায় ডুবরি দলের সদস্যরা উদ্ধার

 

অভিযান কাজ চালাতে পারেননি। এ ঘটনায় নিখোঁজ রুপ কুমারের পরিবার উৎকণ্ঠায় রয়েছেন। বাগমারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান তুহিন বলেন, গোসল করতে নেমে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সন্ধ্যা পর্যন্ত অনেক চেষ্টা করেও নিখোঁজ ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি। রবিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবরী দল আসলে আবারও উদ্ধার কার্যক্রম পরিচালিত হবে বলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান।

৬৪ বার ভিউ হয়েছে
0Shares